অস্হির দিন
এখন অস্হির দিন উলঙ্গ প্রদীপ
অপর্যাপ্ত আলো তার কাঁপে অবিরাম
কখন হঠাৎ হাওয়া মুছে দেবে সব
একটি তুলির টানে গাঢ় অন্ধকার ।
অহর্নিশ এ বিবাদ কার নীতি ভালো
শ্রমিক চাষীর ভালো সকলেই চায়
অথচ বেকুব হই তাই নিয়ে খুন
বাসে ট্রেনে রোজ দেখি জ্বলছে আগুন ।
আর কোন কাজ কিংবা নেশা হবি নেই
তরুণ যুবক বৃন্দ বৃদ্ধ বয়সেও
রাজনীতি মারপিট ছোরা বোমা গুলি
নেতা মন্ত্রী প্রশাসন চোখে পরে ঠুলি ।
এ সবই অস্হিরতা থেমে যাবে জানি
জ্যোৎস্নায় ভেসে যাবে বিশ্ব চরাচর
আবার হাস্নুহানায় মিষ্টি সুবাস
প্রাণ মন ভরে দেবে নিশ্চিন্ত আশ্বাস ।
রচনাকাল : 1971