ওসামা বিন লাদেন ।

মানব সভ্যতার কলঙ্ক ওসামা বিন লাদেন
তার খবর দিলে পঞ্চাশ লক্ষ্য ডলার ;
পশ্চিমবঙ্গের নেতারা তাই
মিছিল করে কাদেঁন ।
লাদেন করেনি কোন অন্যায়
তার নেই হাত কোন হামলায়
সে ত শিশুর মতোই নিষ্পাপ
চোখে আর মুখে
সাক্ষাৎ যীশুরই ছাপ ।

সাম্রাজ্যবাদী আমেরিকা
করে শুধু দাদাগিরি
সমস্ত পৃথিবী জানে  ।
আফগান তারা ধর্মটা খুব মানেন
অন্যায় কিছুই নেই
আশ্রয় পেয়েছে লাদেন ।
ড্রোণ ,বিমানে বোম পড়ছে শহরে গ্রামে গঞ্জে
নিরীহ মানুষ মরছে হাজার
আমেরিকার ছোড়া অস্ত্রে ।
সন্ত্রাস চালায় তেল আবিব সঙ্গে আমেরিকা
ইসলামাবাদ সঙ্গে দোশর ,খুজছে ওসামা ।
বিশ্ব জুড়ে প্রতিরোধ গড়ো বামপন্হীরা ডাকেন
শহর কাঁপিয়ে মিছিলে মিটিং এ
চীৎকারে গলা ফাটে
বাম নেতারা ময়দানে বসে হাপুস নয়নে কাঁদেন ।

রচনা : ২০০২ সালে ।

কবিতাটা যখন লেখা হয়েছিল তখন এরকম একটা ধারণা ছিল যে ওসামা বিন লাদেন আফগানিস্হানে কোথাও লুকিয়ে আছে ।