অঙ্ক কষি
সখী তোমার ঠোঁটের ওই প্রজাপতি হাসি
নিশ্চই আমার হৃদয়কে তোলপাড় করে
আমাকে রোমাঞ্চিত করে
স্বপ্নে দুলি আমি নাগরদোলায় ।
তরঙ্গে দেহে তোমার
বেজে ওঠে বীণা
হাটাঁর ছন্দে দেখি ভারত নাট্যম
তবুও তোমার তনুর প্রসাদ চাই না ।
তোমার সরু নিরাভরণ কটিদেশ
কাঞ্চনের মতো মূল্যবান মনে হলে ও
ওখানে বিষাক্ত নাগিন ওত পেতে আছে
এই চিন্তাতে সখী ক্রমশঃই আমি দূরে চলে যাই ।
আবার পড়ার বইএ মনোযোগ দিই
জটিল অঙ্ক কষি
সূত্র ধরে শেষ করি সব প্রশ্নাবলী ।
রচনাকাল : 1/9/1970