একদিন সব দিয়েছো
একদিন না চাইতেই দিয়েছো সমস্ত আকাশ
সঙ্গে গ্রহ, তারা ,নক্ষত্রের ভীড় ;
ভাল করে উড়তে শিখিনি তখনো ৷
মহাসাগরের অসীম জলধী রাশি
একদিন দিয়েছিলে ভালবেসে সব ;
কিন্তু আমি তখনও সাতাঁর শিখছি সবে ৷
একদিন এই পৃথিবীটা সমস্তই
দিয়েছিলে অবহেলে ,
আমি নিতে পারিনি তার সব দায় ভার ৷
এক দিন তুমি সমস্ত সাম্রাজ্যভার
আমাকেই দিয়েছিলে হয়ে নতজানু ;
তোমার অসীম বিস্তার আমি বুঝতেই পারিনি
অতল গভীরে ডুবে মুক্তো খুজিনি ৷
একদিন না চাইতেই সব দিয়েছো
আজ কিছুই নেই আমার ৷