অলৌকিক কন্ঠ
যুবতীর কন্ঠে শুনে অলৌকিক শব্দের ঝংকার
ভেবেছি নিশ্চই কিছু স্বপ্ন সাধ রূপায়িত হবে ।
প্রসন্ন সকালবেলা ঝলমল রোদ নিয়ে
প্রিয়ার মতন
বিছানার পাশে এসে আলতো আঙুল দিয়ে
ঘুমকে ভাঙ্গায়
এইসব ভোরে উঠে
দিনকে প্রনাম করি উজ্জল আশায় ।
না পাওয়ার বেদনায় মনে যে আঘাত ছিল সুপ্ত
প্রাত্যহিক ব্যর্থতায় মনে যে জমানো ছিল ক্ষোভ
সব কিছু ভুলে যাই আবার নতুন করে রাস্তা এগোই
অলৌকিক কন্ঠ শুনে জেগে উঠি নতুন প্রভাতে
সাফল্যের চাবীকাঠি আজ দেখি আমার হাতের মুঠোয় ।