অশ্লীল আড়ম্বর ৷
ধর্ম শিক্ষার মন্দির নেই, নেই বিদ্যালয়
সারম্বরে কালীপূজো ,দূর্গা মহোৎসব
রক্তচক্ষুর শাষাণীতে লক্ষ টাকা চাঁদা
ফূর্ত্তি আর ধান্ধাবাজীর সেরা চড়ুইভাতী
লক্ষ টাকা বিসর্জণ গঙ্গা জলে মাটী ৷
উদ্ধোধনে মন্ত্রীরা ভীষণ রকম ব্যস্ত
কার পূজোটা সেরা হবে সবাই সন্ত্রস্ত
কখনও শারুখ খান কখনও শ্রীদেবী
উড়ে এসে বম্বে থেকে পূজো করে খাঁটি ৷
আজ আর রামকৃষ্ণ নেই কিংবা নরেণ
পথভ্রষষ্ট্র মাতালদের কে সামলাবেন ৷
মহাজনদের সব শিক্ষা উপদেশ
বন্দী হয়ে আছে সব বইয়ের পাতায়
রামায়ন,শ্রীমৎগীতা ফুটপথে বিকোয়
কাম এবং ধর্ম শাস্ত্র একান্তে গড়ায়৷
মন্দিরে কি শেখায় ওরা পাইনি জবাব
মাদ্রাসার অন্ধকারে কোরাণ শরীফ
মানব সেবার থেকে ধর্ম বড় নয়
গুরদোওড়া হয়ে ওঠে শ্রেষ্ঠ প্রমাণ ৷
ধান্ধাবাজীর চড়ুইভাতী বন্ধ হবে কী
কোরাণ বাইবেল পাঠে লক্ষ কোটি প্রাণ ৷
রাস্তায় প্যান্ডাল বেধেঁ বার্ষি্ক বারোয়ারী
অশ্লীল নষ্ট যজ্ঞে রয়েছে অম্লান ৷
----------------