একটা নতুন ধর্ম গড়ি


যেমন মায়ের পেটে ছোট্ট ভ্রূণ থেকে জন্মেছি আমি
প্রকৃতির নিয়মে তোমাদের সৃষ্টিটাও ঠিক একই পদ্ধতিতে ।
আমার শরীরে যা যা আছে তোমাদের ও তাই ,
আমাদের রমণীদের গোপন রহস্য সব
তোমাদের বোরখার আড়ালে ও ঠিক এক দম ।

আমরা যে অঙ্ক করি আমরা যে ভাষা শিখি
আমাদের জ্ঞান বিজ্ঞান তোমাদের থেকে আলাদা কিছু নয় ।
আমাদের শরীরের অসুখ তোমাদেরই মতো
একই ওষুধে কাজ হয় তোমার ও আমার ।
রক্তের উপাদানে ফারাক কিছু নেই ।
আমার খাদ্য খাবার তোমার চাইতে অন্য কিছু নয় ।
আমি যে ভাবে ভালবাসি আমার প্রিয় মানুষকে
তোমার প্রক্রিয়া ও অন্য কিছু নয় ।
তবে ধর্ম আলাদা কেন ? কেন এক নয় ?

হাজার বছর ধরে এক সঙ্গে বাস করছি
এক দেশ ,বায়ু,পানী,জল,খাদ্য খাবার সব কিছু একই ।
তবে এই বিভেদটা কেন ?

বুদ্ধ,মহম্মদ,যীশু তাদের বলবার যা বলে গ্যাছে তাদের সময় ।
এখন পাল্টেছে সময় ,পাল্টেছে সমাজ
অত্যন্ত আধুনিক জীবনের মান ।

এসো আমরা একটা নতুন ধর্ম গড়ি
পুরাণো সব ভেঙ্গে দিয়ে ,
নতুন যুগের উপযুক্ত করে ।
সবার জন্য একটাই ধর্মই হোক
মন্দির,মসজিদ,গীর্জা আলাদা আলাদা নয় আর ।

আমি জানি আমার এই আকাশ কুসুম স্বপ্ন
পূরণ হবার নয় আমার জীবৎ কালে ;
কিন্তু ভবিষ্যতে একদিন এই স্বপ্ন পূরণ হবেই
সেদিন আমি থাকবোনা তোমরা ও থাকবে না কেউ ।

সুরুটা ত করা যায় আমরা কয়েকজন মিলে ।
এঁদো পুকুরের পুরাণো ভাবনা ফেলে এসো
সবাই মিলে ঝাঁপ দিই
প্রশান্ত সাগরের গভীর ভাবনায় ।