ভালবাসা সোজা নয়

ভালবাসা সোজা নয় ,ভালবাসতে ইচ্ছে নয়
তোমার বুকের নৈনিতালে সাময়িক উত্তাপ
সুখের মর্মর মূর্ত্তি ওখানে গড়েছি আমি
খেয়ালীপনার ছোট্ট কবিতায় দিয়েছি প্রস্তাব ।
তোমার জন্য সময় নষ্ট করিনি  একটি দিন
মেলায় গিয়ে তোমার সঙ্গে কিনিনি সেফটিপিন ।
কেন তুমি কাছে এলে কোন এক সামান্য কথায়
নেশা জাগে শরীরে ইচ্ছের খই আনন্দে লাফায় ।


রাত্রি দুপুর হলে করজোড়ে ক্ষমা চাই
সোনার মন্দিরে আমি তোমাকে বসাই ।
নতজানু হই আমি  তোমার সম্মুখে
প্রার্থনার জন্য রাখি হাত দুটি বুকে ।

১৬/১/৭২