নবরাগে

একঘেয়ে জীবনেতে তুমি আর আমি
রোজ দেখি দুজনাকে ,সবটুকু জানি ।
ভালো এবং মন্দ কি তোমার কাজ
অবসর কিসে কাটে কিছু আন্দাজ ।
কিছু দেখি প্রতিদিন কিছু নেই শুনে
জীবনের হাটে বসে কড়ি নেই গুনে ।
পুকুরের পদ্মফুল হেসে লুটিপুটি
দেখিনা তাকিয়ে ওতে শোভা কত ফুটি ।

সেদিনও এমনিভাবে গঙ্গার পাড়ে
মহুয়া আমার হাতে পড়ছি বিজনে ।
দেখি তুমি আনমনা প্রকৃতির সাথে
আশ্চর্য তোমার ও দেখি কবিতা কি হাতে ।
দেখি আজ নবরাগে পাখীর কূজণে
তুমি আর আমি চিনি দুজনা দুজনে ।

রচনাকাল : ৪/২/১৯৭১