অন্য উপায় নেই
রোজ তাদের ডানা কাটা হচ্ছে
কিংবা একেবারে গোড়া থেকে খুন ।
রাস্তা প্রশস্ত করতে হবে
শহরে বেড়েছে যানযট ।
বৈদ্যুতিক তারজালে কখনও আটকে যায়
বৃক্ষ তোমার উদ্ধত শাখা ও প্রশাখা ।
তাই ত পরোয়ানা পৌরসভার
বনদপ্তর দিয়েছে সম্মতি ।
শহরে মানুষ থাকে
তাদের সুখের প্রতি
নজর অবিরাম ।
চুন থেকে পান খসলে
মানুষের স্বাচ্ছন্দের হবে অবনতি ।
গাছ ছাঁটো ক্ষতি নেই
কেটো না আমার শ্বাসবায়ু ,
গাছ ছাড়া বাচঁবো না কেউ
কমে যাবে পরমায়ু ।
এসো আমরা উৎসব করি
শহরে উদ্যান করি যেখানে সম্ভব ।
শহরকে সুন্দর করি
স্বাস্হ্য সম্মত করি
যত পারি যেখানে পারি
লাগাই নতুন করে বৃক্ষের চারা ।
আমাদের বাঁচতে হলে অন্য উপায় নেই
ছায়াস্নিগ্ধ বনানীর সাহচর্য ছাড়া ।