যুদ্ধ আর নয়
কুরুক্ষেত্রে যুদ্ধ কিছুতেই বন্ধ হয়নি
কৃষ্ণের সব দ্যূত কর্ম বৃথাই গেছে জলে ।
কুরুবংশ ধ্বংস হয়ে গেছে সঙ্গে আরো কত রথী মহারথী ,
পান্ডব পায়নি শান্তি যুদ্ধে বিজয়ী হয়ে ও।
ভারত পাকিস্হানের যুদ্ধ অহরহ
কখনও মুখোমুখি
কখনও মেঘের আড়াল থেকে ইঙ্গিতে ইশারায় ।
দূর্জোধন নেই দুঃশাসণ নেই
নেই শকুনীর পাশা
জীবন্ত আগ্নেয়গিরি নিয়ে সত্তর বছর
কাশ্মীর আজও কাঁদে মৃত্যু যন্ত্রনায় ।
শান্তি ই শেষ কথা বলে পৃথিবীতে চিরদিন
অপরিণামদর্শিতা দেখেছে ইতিহাস
শেখা বাকী এখনও অনেক কিছু ।
সহস্র কোটী টাকার যুদ্ধ সরঞ্জাম ;
সৈনিকের মৃত্যু মিছিল নাগরিক যুদ্ধে সামিল
প্রতিদিন ;
এর থেকে মুক্তি পাওয়া এতই শক্ত কিছু ?
মানতে পারি না আমি ।
যুদ্ধবাজ, স্বার্থপর,ক্ষমতালোলুপ নেত্রীবৃন্দ
আপন খেয়ালে ঝামেলা পুষতে চায় ।
মন্দাকিনীতে স্নান করে এসো শুচি হোক মন প্রাণ
নন্দন কানন সুরভিত হোক মানুষের সুখ উল্লাস ।
তিন কাশ্মীর এক আকাশে একটাই রামধনু
শপথ নিয়েছে সবাই এবার হাত ধরে চলবার ।
বন্ধ হোক আগুনের গোলা ,বন্ধ হোক যুদ্ধ বিবাদ
বছর বছর দান খয়রাত ,রক্ত হোলীর খুন সন্ত্রাস ।
হাত ধুয়ে ফেলো সব দায় থেকে
বন্ধু রাষ্ট্র হোক পাকিস্হান সঙ্গে থাকুক চীন ;
সীমান্তে ফুটুক গোলাপ বাগান ,কোকিলের কলতান ,
সন্ত্রাস যাক মুছে ।
সার্বভৌম অধিকার নিয়ে থাকুক সবাই সুখে ;
আমরা নেতা সবাই সমান শান্তির সাথে সাথে ।
দূর্জোধন থাক দুঃশাসণ থাক
থাক শকুনীর পাশা
যুদ্ধ আর নয় বন্ধুত্বই হোক
নতুন যুগের ভাষা ।