আমানত শুধুই নেশা

কচুপাতায় জল অর্থহীন জীবন
প্রতিদিন অস্হিরতা ,কম্পমান জল
বাড়ছে কমছে রোজ ভাঙছে স্বপ্ন
আমানত শুধুই নেশা,বাড়াচ্ছে রক্তচাপ ।
তাই সঞ্চয় করেছি তাকে মৃত্তিকার তলে
ছোট ছোট খানা ডোবা ভরতে ভরতে
অবশেষে স্বপ্ন দেখি ভাকড়া নাঙ্গাল ।

আমার জলকে নিয়ে  স্বপ্ন ঘেরা বাঁধ
চাষের যোগাবে জল শহরকে বিদ্যুৎ
ভূমিকম্প হলেও বাধঁ থাকবে অটুট ।

কচুপাতায় জল অর্থহীন জীবন
আমানত শুধুই নেশা,
আমি বানাচ্ছি ক্রমে ভাকড়া নাঙ্গাল ।