নকশাল বাড়ী

সকাল দশটা বাজলে
রজনীগন্ধার মতো ফুরফুরে হাসি নিয়ে
পঞ্চদশী বালিকারা রাস্তা কাঁপায়
বেনী আর বই খাতা দুলতে দুলতে
স্কুলে পৌঁছায় ।
রাস্তার সেলুনে ব্যস্ত মস্ত আয়নায়
গোঁফের যত্ন নেয় ত্রস্ত সি আর পি
অটোমেটিক রাইফেল নিয়ে কিসের প্রতীক্ষায় ?
ইতস্ততঃ যুবকেরা এখানে ওখানে আড্ডামগ্ন
শরীরে লুকনো আছে বোমা ও পিস্তল
এখনই হয়ত এক যুদ্ধ সুরু হবে ।

রজনীগন্ধার শাড়ী গুলো
ত্রস্ত পায়ে বেনী নিয়ে রাস্তা পেরোয়
যুবকেরা হোলী খেলে সিআরপির লাশ পড়ে
প্রকাশ্য রাস্তায় সকাল দশটায় ।
সারা বাংলা হোলী খেলে
বিপ্লব আসবে বলে ।
বিদ্যাসাগর রামমোহন রাস্তায় গড়াগড়ি যায়
রক্ত দিয়ে লেখা হয় নকশাল বাড়ী লাল সেলাম ।

২২/১১/৭১