অনুকাব্য ৩
১)
বামপন্হীরা জানে
পৃথিবীর যেখানে যত অনাচার
যত অত্যাচার
আমেরিকা লম্বা হাতে
সব সূতো টানে ।
২)
বামপন্হীরা জানে
পৃথিবীর সব দুঃখ দৈন্য
সব যুদ্ধ ,বৈষম্য
আমেরিকারই জন্য ।
সে কথা অন্ধভাবে মানে
এক বিশেষ সম্প্রদায়
সব সন্ত্রাস তাদেরই দয়ায় ।
৩)
ওপারের জামাতের দল
মমতার ক্ষমতার উৎস..
বামেদের তীরে বামেরা ঘায়েল
এখন শরীরে আলস্য ।
৪)
মনমোহন ধৃতরাষ্ট্র
সোনিয়া আসল
চুরি জোচ্চুরী বাটপারী ক'রে
ভারত গিয়েছে রসাতল ।
৫)
সিলিন্ডার ব্লাস্ট বলে
জামাতের ফাটলে বোমা
মমতার ঠিকুজী কুষ্ঠী
ওদের কাছেই জমা ।