অনুকাব্য...২

১)

সংসার বৃদ্ধি দেখে বিড়ালে পায় লজ্জা
নিজের দেশে পায়না ভাত
তাই পড়শী ডাকে আয় না ।
ভারত এখন কঠোর ভীষণ
যতই কর কান্না
আসাম বলে আর না ।
২)

চল্লিশ লক্ষ্য মানুষ কি করবে এখন
স্টাম্প মারা সহজ হলেও
নিদানটা নয় যেমন তেমন ।
৩)

বাংলায় তিনটে হকার ওঠাতে
কাল ঘাম যায় ছুটে ।
উন্নয়ন থমকে যায়
দাদাদের পায়ে পায়ে ।
মনের মতন পুনর্বাসন
তবেই মুক্তি জোটে ।
৪)

চল্লিশ লক্ষ অনুপ্রবেশ
আরো একটা কাশ্মীর  এলো কাঁধে ।
পৃথিবী ভাসাবে কেঁদে
তারা চাইবে আস্ত একটা দেশ ।