মারাদোনা
বিশ্বফুটবলে মারাদোনা এক আশ্চর্য বিস্ময়
পায়ের কারিকুরী ডিবলিং গোলে নিঃখুত শট ।
ছোটখাটো বেঁটে মানুষ শতাব্দীর সেরা গোল
তারই ঝুলিতে আছে ইংল্যান্ডকে হারিয়ে ।
ভগবানের অদৃশ্য হাতে বিশ্বকাপে গোল ,
আরো অনেক তকমা সব থেকে দামী খেলোয়ার ।
দশহাজার পাউন্ড পান প্রতিদিন ফিফার প্রতিনিধি
রুশ বিশ্ব ফুটবলে রাজসূয় আয়োজন বিধি ।
ফিফার দূত হয়েও ফিফার বিরুদ্ধে তোপ ।
রেফারীকে গালমন্দ অনেক লম্ফ ঝম্ফ
পক্ষপাতদুষ্ট তাই হেরেছে কলম্বো ।
ফিফা কি সইবে এসব নষ্টামী মনীষীর
ক্ষমা চাইলে ও করবে নাকেউ একথা স্হির ।