আজব মন্ত্রপাঠ
বৈদিক মন্ত্রপাঠে সব শুভ কাজ
আর কেন হবে আজ ?
পূজাপাঠ বিবাহ,শ্রাদ্ধ আদি সমস্ত রীতি
সিদ্ধ হয় সংস্কৃত শ্লোকে
ব্রহ্মা,ইন্দ্র ,বৃহষ্পতির এটাই রাজনীতি ৷
হাজার বছরের পুরানো সংহিতার সেই বানী
প্রস্তর যুগের শ্যাওলা ধরা হরপ্পার ভাষা
অন্ধের মতো আওড়ে যাই এ আমাদের গ্লানি ।
মৃত ভাষা নিয়ে কেউ চায়না ব্যখ্যা, মানে ৷
ঠিকাদারেরা ধর্ম বেঁচে জ্ঞানে ও অজ্ঞানে ৷
ডাক্তার ইঞ্জিনীয়ার কিংবা উকিল
তারাও মন্ত্র পাঠে পার হয় ধর্মের গোঁজ ৷
বিদ্রোহ করেনা কেউ; সত্যের করে না কেউ খোজঁ ৷
সংস্কারের টীকি বাধাঁ এখনো জরথ্রুষ্টে ৷
আজগুবী রীতি আর দুর্বোধ্য মন্ত্রপাঠে
আচারের নামে অনাচার মিথ্যে আশায়
আর নয়
সভ্যতাকে দাড়াঁতে হবে তার নিজের ভাষায় ৷
ত্যাগ কর হরপ্পার শিলিলিপি
সমাজকে দাও এক ধারালো কুঠার
চেতনার ব্রহ্মমূলে মারো ঘা
জাগ্রত হোক এক নতুন প্রভাত ৷
------------------------