মন্ত্রপাঠ
যাজ্ঞবল্ক্যের মন্ত্র পড়া জল ছিটালেই
বিড়াল হবে কুকুর কিংবা ব্যাঘ্র থেকে ইদুঁর ;
সেই বিশ্বাস নিয়ে বৈদিক মন্ত্রের জয়গান
পূজা পাঠ যজ্ঞ সমস্ত শুভকাজ
সংহিতার চৌকিদার দিব্যি করে যান ৷
মানুষ চাঁদে যায় বুধে যায় রোবট বানায়
নিজেকে ধ্বংস করে নিজেকে সৃষ্টি করে
আপন গরিমায় ৷
মন্ত্রপাঠ পূজা আদি হরপ্পার সভ্যতা
এখন যুগের কাছে হাস্যকর প্রথা ৷
মন্ত্রপাঠ ধর্ম নয়,ধর্ম আছে প্রাণের গভীরে ৷
সংহিতার বিধিনীতি, মনগড়া দেবদেবী, নিত্য আরাধনা
সভ্যতার অপমান বিদ্যা ও বিজ্ঞানের শুধু বিড়ম্বনা ৷
মানুষ যখন শহর গড়ে, চাঁদের বুকে পাহাড় কাটে
যাজ্ঞবল্ক্য ব্যস্ত থাকে মন্ত্র নিয়ে পূজাপাঠে ৷
-------------------------