জনগণের রায়
জনগন হেরে যায় বোকা বনে চিরকাল
নকল ঘুঁটিতে খেলা শকুনীর পাশাতে
হার তো হবেই ৷
রোজভ্যালী,সারদার গুপ্ত সুরঙ্গ দিয়ে
লক্ষ কোটী টাকা যায় গভীর পকেটে ৷
তারা হোটেল রিসর্ট কেনে সিঙ্গাপুর কিংবা দুবাই ;
সিনেমায় টাকা ঢালে,রাজনীতির চড়াই- উৎড়াই
পার হয় হেলিকপ্টার চড়ে ৷
মিছিল মিটিং করে অবশেষে
পার হয় নবান্নের সিঁড়ি ৷
দিল্লীর সিবিআই ,উচ্চ আদালত
ব্যর্থ হয় হাজার নিয়মের বেড়াজালে ৷
রাজ্যের পুলিশ, আইন ছত্রছায়ায়
যতদিন পারা যায় ক্ষমতায় থাকো ৷
তারপর একদিন ;
বিপ্লবের জলপ্রপাত ,পতনের শব্দ শোনা যায় ৷
জনগণ দিয়েছে রায়
তোমাদের সবার ফাঁসির ৷