লিমেরিক
৩)
ডাম্বেলটা নিয়ে হাবু ফোলায় হাতের গুলী
সকালবেলা খাবারটা চাই পায়েস পীঠেপূলী ।
অম্বলে সে কাহিল বেজায়
মুঠোমুঠো ঔষধ ও খায়
ডাক্তার ও হাল ছাড়লে গলায় পরে মাদুলী ।
৪)
মাতলা নদীর কাতলা মাছ কিনতে নগেন বান
ছেলের বিয়ের মাছ আনতে সুন্দরবনে যান ।
মাছ খেয়ে সেই বিয়ে বাড়ী
দাস্ত বমির বাড়াবাড়ি
তাই না দেখে নগেনবাবুর বন্ধুরা পালান ।
৫)
পেনেটিতে পোনা মাছ ষাট টাকা কিলো
অরুনিমা মুঠোফোনে খবরটা দিলো
তাই শুনে ছেলে বুড়ো
ছুটে আসে হরি খুড়ো
এসে শোনে সব মাছে ফরম্যালিন ছিলো ।
৬)
বললো সেদিন সকালবেলা নিত্যানন্দ খুড়ো
প্রতিদিনই হচ্চি আমি একটু করে বুড়ো
দাঁত গুলো সব একটিকরে
একেএকেই পড়ছে ঝরে
ভাবছি এখন কেমন করে খাব মাছের মুড়ো ।