লিমেরিক

১)

তিন তালা এক করলো বাড়ী অমরাবতীর কেবু
এই টাকা তার ব্যবসা ক'রে কয়লা, পাতী লেবু ।
হিংসায় জ্বলে বন্ধুরা সব
বাড়ীর ভিতর হৈহৈ রব
উপায় খুঁজতে আলসেসিয়ান ডাকলো ছেলে দেবু ।

২)
বেসন মেখে আরশোলা এক পড়লো গরম তেলে  
চপের সাথে বেচলো সেটা গোবর্ধনের ছেলে ।
শীতের দিনে গরম গরম
স্বাদটা লাগে কী অনুপম
তাইত দীপু লাইন দিয়ে আর এক ঠোঙা খেলে ।