কোথাও পাইনি
রাজপথে কোলাহলে তোমাকে পাইনি আমি কোথাও
লালদীঘি ময়দানে কিংবা রবীন্দ্রসদনে ও
কলেজের এককোনে একাকীনি মনমরা দেখিনিত
বাস ট্রাম লাইব্রেরী কোনখানে হোল নাত পরিচয় ।
মনের মানুষ নেই বেদনায় আছি তাই নিশ্চুপ
সূর্য্যাস্তে রাঙানো মেঘ ,ফুলের উপরে অলি দেখিনি
তোমাকে খুজেঁছি শুধু উদভ্রান্ত হৃদয়ে হয়েছি নিষ্ফল ।
যা চেয়েছি চিরকাল আজকে হঠাৎ দেখি দরজায়
বসন্তের এ প্রভাত পাখীর কূজনে ,ফুলে একাকার ।
ভেবে দেখি এই বারে তোমাকে পেয়ে যাবো নিশ্চই ।
বিদ্র : পুরণো ডাইরীর পাতা থেকে