উৎসবের কলকাতা
রাতের কোলকাতা শারদ উৎসবে মত্ত কোলকাতা
কর্কট রোগের কষ্ট ,এডসর কথা,
হাজার বাতীর রোদে ,হাজার গানের শব্দে
ভুলে গেছে ৷
প্যান্ডাল একদম কাশী বিশ্বনাথ
যুরী বিচারে এক নম্বর ৷
চারদিনের বঙ্গ বিলাস ৷ লক্ষ লক্ষ নয়ছয় ৷
সারাবছরের শিল্প প্রতিভা ,আলোর কারসাজী ,
সব ভেঙ্গে নির্লজ্জ বিসর্জন বিজয়া দশমী ৷
কয়েকটা তাজমহল অনায়াসে করা যায় খরচ বাচাঁও
প্রতিভা ও অর্থের লজ্জাকর অপচয় ,দূষণ প্রচুর ৷
সুন্দরী শরৎকে দেখে ঈ্র্শাকাতর কলকাতা ৷...
মৃত্যু পথযাত্রী কলকাতা ৷
মগ্ন হয়ে আছে ব্যর্থ প্রচেষ্টায় ৷
কল্লোলিনী তিলোত্তমা হবে একান্ত নিষ্ঠায় ৷