কবিতার স্বর্গরাজ্যে

প্রমেয় প্রজ্ঞার জন্য অপেক্ষা করে আছি
কবে কোন দিন
অস্হির মনের মধ্যে
অসংযত বাক্যের ঝুড়ি
উল্টে পাল্টে দিয়ে
ঠিক ঠাক সাজিয়ে নিয়ে
পক্ককেশ বৃদ্ধের মতো
হবে সে হাজির ।
উত্তরহীন অঙ্কের আকিবুঁকি কষে
মৌলিক কিছু বলার জন্য সময়ের অপচয়
করাটা কি ঠিক ?
এলোমেলো চিন্তার উপাচার এনে
কবিতাকে মন্ত্রের উচ্চারণে
পাওয়া যায় না ;
কবিতাকে হোতে হবে
ঘোমটা দেওয়া অনাঘ্রাতা নারীর মতন
বেসরম আব্রুহীন নয় ।

প্রজ্ঞার জন্য তাই বসে আছি
বিশুদ্ধ উচ্চারণে জ্ঞানগর্ভ জীবনের বাণী
শব্দ দিয়ে গেঁথে কিছু অমোঘ শাশ্বত সুর
একদিন আমি ঠিক
কবিতার স্বর্গরাজ্যে পৌঁছেই যাবো ।