কবিতার খাতা
লুকোচুরি খেলতে হচ্ছে অফিস বাড়ীতে
সারাক্ষন ছুটোছুটি কাজকর্ম ট্রেন বাস
কবিতার খাতা আর খোলা হয় না ।
ফিটফাট সাদা ড্রেস শুল্ক আর প্যাসেঞ্জার
লাল সাদা সবুজের বিভিন্ন চ্যানেল ।
কখন ও তুমুল আড্ডা মদ তাস রামী খেলা
রাত্রের ডিউটীতে অলীক মৌতাত ।
মাঝে মাঝে ছুটীর দিন আলস্যে শুয়ে থাকি
এলোমেলো চিন্তা করি,
কবিতার শব্দ নিয়ে করি নানা খেলা ।
বাড়ীতে বিরক্তিকর ,পরিবেশ পরিজন
আমাকে অস্হির করে ।
এলোমেলো করে দেয় চিন্তার ছক ।
কবিতার জন্য এক মনোনীত ক্যানভাস
অবশেষে এই ভাবে দীর্ণ হয়ে যায় ।
কবিতার খাতা আর খোলা হয় না
অফিস বাড়ী করতে করতে কেটে যায় সমস্ত জীবন ।
রচনাকাল : 1973