কবিতার সমালোচনা
#নিখিল রঞ্জন বিশ্বাস#
কয়েকশো কবির কবিতা নিয়ে হয়েছে আলোচনা
উচ্ছশিত প্রশংসায় ভরে গেছে আকাশের কোনা ।
শব্দ বা ছন্দ নিয়ে নয়
উপমা বা রূপক নয়
কবিতার কোন ব্যর্থতা নয় শুধুই প্রশস্তি গান ।
দেখে শুনে মনে হয় কবি এবার নোবেল না পান ।
সার্থক কলোর্ত্তীণ কবিতা লেখা মোটেই সহজ নয়
হাজার কবিতা পড়লে একটা সঠিক মনে হয় ।
ভাবাবেগে ভেসে গিয়ে কবিকে অযথা কর না নষ্ট
উৎসাহ ভাতা নয় ভুলটা বলেই ফেল স্পষ্ট ।
নিজের বিদ্যের জাহির নয় ,কবিতার কর বিচার
শব্দ প্রয়োগ কতটা সঠিক
উপমা রূপক কতটা বেঠিক
কত শব্দ বিনা দরকারে হয়েছে মূর্তিমান
যে কথাটা কবি বলতে চেয়েছেন
আদৌ সেটা কতোটা পেরেছেন কতটা হয়েছে ম্লান ।
সমালোচনা সহজ নয় মোটেই ,শংসা সবাই করতে পারে
তূলাদন্ডে তুলে তূল্য মূল্য করে কাটা ছেড়া করতে হবে ।
নির্ভয়ে সঠিক কথা কালের বিচারে মূল্য পাবে ।
মিথ্যে গৌরব সৌরভ হারিয়ে শীঘ্রই মাটিতে লুটাবে ।