কবিতালেখা
বাংলাদেশের জল হাওয়া এমন
কবিতা সেখানে ফলতেই থাকে
শস্য বা আগাছা যখন যেমন ৷
স্বভাব কবি অযত্নে বেড়ে ওঠে
পরিচর্যা পেলে কখনও হয়ে ওঠে সত্যিকার বড় কবি ৷
পরিশ্রম চেষ্টা ছাড়া কোন মহৎ কাজ হয়নি কখনও
যতই প্রতিভা থাক এর নেই অন্য বিকল্প ৷
অনেকেই আছেন রোজ কবিতা লেখেন
কতগুলো শব্দ এলোমেলো সাজিয়ে দিয়েই ভাবেন
বেশ কবিতা হয়েছে, .মাউসে ক্লিক করে
এইবার ডটকমের আকাশে একে দাও ছুঁড়ে ৷
তারপরেই সুরু করেন পরবর্তী কবিতা
রোজ দুটো কি তিনটে অবশ্যই লেখা চাই ।
তাতে না ছন্দ না কোন ভাষার বুনট ৷
কেউ লেখে মনষামঙ্গল কেউ চৈতন্য চরিত
কেউ লেখে চর্যাপদ ভীষণ গম্ধীর ।
শব্দের ও প্রাণ আছে তাকে সমীহ করো
তাকে দাও যথার্থ সম্মান ৷
কিছু আধুনিক কবি অভিধান ঘেটে কিছু শব্দ নিয়ে
হাতুড়ী ও ছেনী দিয়ে ভাঙা চোড়া
জোড়াতালি করতে করতে
কিছু রূপক কিছু চিত্রকল্প গেঁথে দেন
কিছু চমকায় কবিতায়
কিছু থেকে যায় কবির নিজস্ব মাথায় ।
কখনও সার্থক হয় কখনও কিম্ভূত ৷
তার একটাই চেষ্টা কি করে ঢাকবে তাকে,
কলার মোচার মতো পরতে পরতে ।
কবিতার সূক্ষ্ম বাণী যদি থাকে
রাখ তাকে সবার আড়ালে কিছুতেই
যেন প্রকাশ্যে না আসে ।
কবি নিজেই জানেন না কি সেই
অমৃতময় শিলীন্ধ্রময় বানী ।
ব্যাখ্যা চাইলে বন্ধুদের তুলে দেন
দুরূহ সে কাজ ।
সামজিকতা ,বন্ধুত্বের দাবী মেনে
অবশেষে মুস্কিল আসান
তৈরী হয় রূপকথার ঘেরাটোপে বন্দী
জড়োয়ায় মোড়া কবির কঙ্কাল ।
বেশ কিছু শক্তিমান ভালো কবি
লিখে যান নিরলস তাকান না কোনদিকে
কারো পাতায় যান না মন্তব্য দেন না
কখনও মন্তব্য দেন নেহাৎ সৌজন্যে ।
সপ্তাহের সেরা না হোক কেউ না পড়ুক
কিছুই প্রভাব ফেলে না তার প্রাত্যহিক কাজে ।
পাঠকের মনে যদি কোন ছবি না ফোটে
না আসে কোন ভাবের প্রকাশ
তবে সে কবিতা সার্থক নয়; ব্যর্থ প্রয়াস ৷