জনৈক কবির আক্রোশ (২)
৩]
একটু বিদ্যে শিখে ,পেয়ে গ্যাছো বড় বেশী নাম
কচুঘেঁচু খেয়ে গুহায় কেটেছে রাত জানতে পেলাম
এত দ্রুত ভুলে গেলে
বেইমান মেছো ছেলে
সহবৎ শেখোনি কিছুই তাই অল্প শেখাতে এলাম ।
৪]
এতো দ্রুত ভুলে গেলে সেই হাভাতের দিন
বইখাতা ছাড়া স্কুলে গ্যাছো ,জুটেছে কৌপীন
শিখেই দুকলম লিখতে
পন্ডিতকে দিচ্ছো চিমটে
পাচঁতারা বিলাস বৈভবে আজ হয়েছো উড্ডীন ।