কবে শেষ হবে
বসে আছি একা আজ উন্মুক্ত প্রান্তরে
সূর্য্যের আসন্ন মৃত্যু ভেবে ভয় পাই
চতুর্দিকে ছেয়ে যাবে অমেয় আধাঁরে
কোনদিন উত্তরণ হবে না আলোতে ।
দূরে ঐ ধ্যানমগ্ন পোষ্টের আলোয়
কারা নাচে টুইষ্ট নাচ শব কাধেঁ নিয়ে
স্ফূর্তির বন্যা নামে মৃতদেহ ঘিরে
ভয় লাগে বড় ভয় এই দৃশ্য দেখে ।
এ কোন বাজীকরের অনিশ্চিত যাদু
ক্রমে ক্রমে টেনে নেবে সব আলো শুষে
ভাবি বসে কবে শেষ হবে এই খেলা
এই আলো এই মৃত্যু এই অন্ধকার মেলা ।
রচনা : ১১/৯/৭০