কে কাকে তাড়ায় ?
#নিখিল রঞ্জন বিশ্বাস#
এ আমার বাড়ী
এর প্রত্যেকটা ইট ,জানলা, দরজা
আমার টাকায় কেনা আমার স্বপ্ন দিয়ে গড়া
আমার বিদ্যে বুদ্ধি রক্ত জল করা টাকায়
এর প্রতিটি কোনায় আমার অধিকার লেখা ।
জমিতে যে গাছ ফুল ও ফল সে ও আমার ।
কিন্ত সে কতদিন ?একদিন ত চলে যেতে হবে
সব কিছু ছেড়ে ছুড়ে অনন্ত পারাবারে ।
আমার সঙ্গে থাকে দুটো পোষা বেড়াল
চারবেলা খায়দায় পায়ে পায়ে ঘুরে বেড়ায় ।
আমাকে দেখলে ওদের অনাবিল সুখ
আমিও ভালবাসি ওদের পরশ ।
মাঝে মাঝে নোংরা করে ঘরেই দূষ্কর্ম করে
গন্ধে টেকা দায় ,রাগ করে তাড়াই
ঘর বন্ধ করে রাখি ।
কিন্তু কতক্ষন থাকা যায় একা একা ।
ভাবি এই বাড়ীতে ওদের ওত সমান অধিকার
আমি তাড়াবার কে ?
ঘর নোংরা করলে পরিস্কার ত করা যায় ।
এ বাড়ী আমার ও নয়
এ বাড়ী ওদের ও নয়
শুধু মাত্র থাকার জন্য কিছুটা সময় ।
আমাকে ও যেতে হবে ,ওদেরও যেতে হবে ।
এটা এক সাময়িক বিশ্রামের ঘর ।
বাড়ীটা থেকে যাবে আমাদের স্মৃতি নিয়ে আরো কিছু কাল ।
সুতরাং কে কাকে তাড়ায় ?