১)
সারদা নারদায় লুটেপুটে কেড়ে
সিংগুরে টাটাদের বোমা গুলী মেরে
অনশনে কাটিয়েছেন দিব্যি একমাস ।
সারাদিন ক্যাডবেরী , সন্দেশ ফরমাশ ,
রাত্রি হলেই ইচ্ছে মতন আসে মনজিনিস
অনশন এমনি করেই হয়েছে ফিনিস ।
২)
প্রকাশ্য রাজপথ হাইওয়ে বন্ধ রেখে
শাসকের সঙ্গে পাঞ্জা লড়েছেন একা ।
ঘুনাক্ষরে টের পায়নি ওরা
পায়ের তলার মাটির চাবড়া
আলগা হয়ছে কখন ,
নন্দীগ্রামে সুরু হয়েছে
বামেদের কবর খনন ।
লোভ আর লালসায়
কমরেডরা ঝলসায়
গুপ্ত বৈঠকে ঠিক হয় বিদ্রোহী নেতা
চৌত্রিশ বছরের অজর অমর ক্ষমতা
ধূলায় মাটিতে মেশে ,
নবান্নে উঠে আসে সিংহের পিঠে সমতা ।