কাব্যমালা ৮

১)

ভদ্রলোক মূখ্যমন্ত্রী কবিতায় ও নাটকে
নন্দন নৈশ আড্ডা আতঁলামীর ফাটকে ;
দীর্ঘ ক্ষমতায় জমে আলস্য অহঙ্কার
মেটাতে ব্যর্থ মানুষের ন্যায্য অধিকার ।
অলিন্দে ফাটল দেখার মেলেনি অবকাশ
বিষবৃক্ষ রাক্ষুসীর আজ হয়েছে প্রকাশ ।


২)

ক্ষমতা কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না
পুলিশ প্রশাসন জণগণ
ক্ষমতার চারপাশে সারাক্ষন
তার থেকে পরিত্রাণ শক্ত ব্যাপার ।
একটা বদরাগী আনাড়ি মহিলা যার নেই অন্তঃসার  
নন্দীগ্রাম সিংগুর নিয়ে ঝাঁপালো হঠাৎ
আলস্যের ফাঁটলে ঢুকে করলো বাজীমাৎ ।
৩)

এখন হয়েছে সখ ভারত  জিতবার
জোঁট ঘোঁট তৈরী করে ক্ষমতা হাতাবার ।
রোজভ্যালী নারদার বিচার হয়নি বন্ধ ,
জনগন জানে সেটা নয় তারা মোটেই  অন্ধ
আইনের পেয়াদা  আসছে ধেঁয়ে
নিয়ে যাবে কোমরে দড়ি বেঁধে
তৈরী রেখো তোমাদের ভি আই পি কারাগার ।

---------------------