কাব্যমালা ৭
১)
কবিতা সমালোচনায় বন্ধু বিদ্যে জাহির নয়
রূপকে উপমায় শব্দ প্রয়োগে কতটা ছন্দময় ।
কতটা কাব্যিক তার অন্তরের মেলা
কতটা সার্থক তার শব্দ নিয়ে খেলা
কবিতার বাণী ও শিল্প চেতন নিয়ে হও তন্ময় ।
২)
তৃপ্তি ময়ী কবিতায় ভীষণ সিদ্ধহস্ত
সাম্প্রতীক ঘটনায় থাকেন সদা ব্যস্ত ।
রোজ সকালে কবিতা পাঠান
তারপরে তিনি নাস্তাটা খান
পাঁচটি বছর নেই বিশ্রাম জীবন অবিন্যস্ত ।
৩)
পাঁচ বছর কবিতা লিখছি পাঠাচ্ছি একটা রোজ
আকাদেমী ,জ্ঞানপীঠ কেউ রাখছেনা কোন খোঁজ ।
এত লিখে কী হলো তবে লাভ
জোটেনা কোন পুরস্কার বা কাপ
কবিতা আসরে মিলছে অনেক বিনি পয়সার ভোজ ।