১)

বাম ভাবে বাংলা তাদের পৈত্রিক জমিদারী
ঘাসফুল ক্ষমতায় এসে করছে খবরদারী ।
পদ্মকে কোথায় পেলে
দাঙ্গাবাজ ঘরের ছেলে
জামাত উলকে সঙ্গে নিয়ে তীনুর  তাবেঁদারী ।

২)
পাপ্পু  ভাবে ভারত আমার ঠাম্মার হাতে গড়া
জোড়া বলদ,হাতের ছাপ এতেই ভারত ভরা ।
রক্তের বান বয়ে গেলো
ঠাম্মা বাবা  শহীদ হলো
ছাপ্পান্ন বুকের ছাতি  করবো ভারত ছাড়া ।

৩)

টিকিট কেটে দেখতে যাবে ময়দানে ঐ সার্কাস ?
সাঙ্গো পাঙ্গো করছে সবাই যাত্রা দেখার ফরমাশ ?
একুশে জুলাই  বক্তৃতা শোন
অশ্বডিম্ব বসে বসে গোণ
বিনে পয়সায় এমন মজা তোমায় করবে না হতাশ  ।