কাব্যমালা ৫

নিখিল রঞ্জন বিশ্বাস

সাত সকালে প্রবীন কবি ছাড়েন এটম কনা
ভক্তদের আতস কাঁচে হচ্ছে বসে গোনা ।
দশমাত্রায় কয়টি শব্দ
বিশ্লেষণে হচ্ছে হদ্দ
ইলেকট্রনে ভক্তরা সব দিচ্ছেন আলপনা ।


সাত সকালে গাছে উঠে পাড়ছো কেন আমড়া
রোদ্দুরে পুড়ছে শরীর খারাপ হবে চামড়া ।
ঘরের কাজটা করতে পারো
ডন বৈঠক না হয় মারো
পড়াশুনা না করলে সাফাই করো কামরা ।


সাত সকালে প্রবীন কবি লিখছে ছড়া 'আমরা'
সমাজটাকে বদলে দেবে ছাড়িয়ে নিয়ে চামড়া ।
বাংলা আসাম ঘোর বিরোধে
ফুঁসছে মানুষ তীব্র ক্রোধে
রাজ্য জুড়ে মিছিল মিটিং করছে যে সব দামড়া ।