অনুকবিতা

সাত সকালে প্রবীন কবি ছাড়েন এটম বোম
ভক্তরা সব আতস কাঁচে গুনছে বসে লোম
দশমাত্রায় কয়টি শব্দ
বিশ্লেষণে হচ্ছে হদ্দ
ইলেকট্রনের ছুটছে কণা কাতার থেকে রোম ।


একমিনিটে


একমিনিটে আঁকেন তিনি কোটি টাকার ছবি
এক মাসেতে দশটি বই লেখেন তিনি কবি ।
দিল্লী জাপান ঘুরে বেড়ান
মাস মিটিংএ আমলা পড়ান
লক্ষ টাকার মুঠো ফোনে ডাকেন তিনি নবী ।

বিপক্ষ শূন্য

উন্নয়ন দাঁড়িয়ে আছে হাতে মেশিনগান
পঞ্চায়েতে বিপক্ষরা প্রাণ ভিক্ষা চান।
চায়না হোতে প্রার্থী ভোটে
নেই তারা আর কোন জোটে
বিপক্ষ শূন্য  তিনি বাংলা হাতে পান ।