কাব্যমালা ৩৩

#নিখিল রঞ্জন বিশ্বাস#


১)
অনেক মেধা অনেক টাকা তবেই হয় ডাক্তার
ব্যবসাটা বেশী বোঝেন কম জানেন রোগটার ।

২)
সমস্ত বিশ্বাস নিয়ে রোগী
যখন ডাক্তারের চেম্বারে যান
তার তখন একটাই ধ্যানজ্ঞান
রোগী যেন তার সব টাকাকড়ি
ওখানেই রেখে যান  ।

৩)
কত তাড়াতাড়ি টাকার পাহাড় গড়ে
হবো আমি ধনী ;
ফন্দিফিকির হয়
রোগ নিরাময় নয় ;
রোগীর জীবন নিয়ে
চলে ছিনিমিনি ।
রোগী মারা যায় যাক
আমার প্রাপ্তিতে যেন
না থাকে কোন ফাঁক ।