কাব্যমালা ৩১

১)

আইনের যাঁতা কলে কিছু ছোট ইঁদুর ধরা পড়ে
বড় ,বীর বিক্রমে আইনসভায় গলাবাজী করে ।
অন্ধকার কুঠুঁরীতে আসামীর জীবনটা শেষ হয়
বিচারের প্রহসন কূম্ভকর্ণ তখনও ঘুমিয়ে রয় ।

২)

আইনসভায় আইন বানায় দেশের যতো নেতা
লক্ষ্য কোটী খরচা হয় সরকার উদারচেতা ।
নিয়ম কানুন ভাঙ্গতে এদের জুড়ি মেলা ভার
অসভ্য রাস্তার কুকুরের মতো করছে চীৎকার ।


৩)

যুক্তিতে চলেনা মানুষ ধর্মের যাঁতাকলে
তসলীমা নাসরীণ  কিছু যুক্তির কথা বলে ।
বেদ,বুদ্ধ ,ইশাই সবার কথা ভোল
ধর্মের বোরখাটাকে আতশ কাঁচে  খোল ।