কাব্যমালা।। ২৪
১)
ক্ষমতা দখল মানে রক্তের হোলি খেলা
অশোক ও ঔরঙ্গজেব যুদ্ধ করেছে মেলা ।
যতই দিন বদলাক
মানি এখনও তিন তালাক
বাংলা এখনও প্রস্তর যুগে আছে ।
শাষকের সৈনিকেরা
ক্ষমতার বর্মে ঘেরা
মা কালীর খড়্গ নিয়ে
রাজপথে দেখ নাচে ।
২)
সবাই এগিয়ে যায় সবাই গনতন্ত্র ভালোবাসে
যুক্তি তর্ক ভাষণ বুদ্ধির ঐশ্বর্য্ নিয়ে আসে ।
শান্তিতে ভোট মিটে যায় আসাম থেকে গুজরাট
মৃত্যুর খবর নেই ,নেই কোন উৎপাত ।
বাংলায় আছে হারামজাদার দল
খুন খারাপী রোজ, আর ভোট নিয়ে বিভ্রাট ।
-----------------------