কাব্যমালা ২৩

১)

বিরোধীরা ভয়ে জুবুথুবু ঘরেই আঙুল চোষে
শাষকের রাক্ষসেরা পথে খড়্গ নিয়ে বসে ।
পঞ্চায়েতে ভোট হয় প্রতিদ্বন্দ্বী হীন
গণতন্ত্রের রেলগাড়ী হয়েছে বিলীন
জনগনের বুকের পাঁজর সব গিয়েছে ধসে  ।

২)

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
শাষকের হায়না দেখো বসে বসে হাসে ।
লক্ষ কোটী জনগন তৈরী হচ্ছে দেশে
তরবারী ত্রিশূল আর রক্তমাখা বাঁশে ।

৩)

যেমন করেই হোক বাংলা দখলে চাই
অস্ত্রের ঝনঝনানী রামনবমী ও তাই ।
জন্মাষ্টমী উদযাপন করো একমাস
রাম, কৃষ্ণ,হনুমানের ভক্তি করো চাষ ।