কাব্যমালা ২২

১)

স্বামী যদি চাবুক মারে পাবে না নিস্তার
পুলিশের কাছে গিয়ে জানাবে বিস্তার ।
এখানেও রাখা আছে বিস্তর সুখ
চাঁদনী রাতে তোমাকে সবাই দেখুক
ভুলতে হবে হাতছানি মোহিনী তিস্তার ।

২)

চার লাইনের সাদা মাটা এক মামুলী ছড়া
বিদগ্ধ কবির আলোচনা সব নিজস্ব মনগড়া ।
কত কি জানেন তিনি কত পড়েছেন
ইতিহাস,দর্শণ ,সাহিত্য সব গুলে খেয়েছেন
কবিতার মৃত শব্দ গুলোর চক্ষু ছানাবড়া ।


৩)

রোজ কবিতা লেখে ছন্দ মাত্রা জ্ঞান নেই একেবারে
খবরের বার্তা লিখেই কবিতা মঞ্জরী পায় যেন  উপহারে ।
বন্ধুদের স্তুতিতে ভরে ওঠে মন
কিছু একটা লিখলেই যেমন তেমন
ভক্ত বৃন্দ ভরিয়ে দেয় শুভেচ্ছা ,প্রশংসা,মহা উপাচারে ।