কাব্যমালা ২১

১)

দেশকে শাষণ করা অত সোজা নয়
প্রকাশ্য সভায়
পদস্হ অফিসারের কানমলা হয় ।
নিজের যোগ্যতা আগে হোক ত প্রমান
psc পরীক্ষায় পাশ করে দেখান ।

২)

ক্যাম্পাসে বক্তৃতা দেন তাবৎ দুনিয়া হাসে
হিন্দী, ইংরাজী ,যুক্তি কোথা থেকে আসে ।
এবার সবাই  মজা করে ;আমন্ত্রণ বানচাল হয় ।
কুছ পরোয়া নেই ,
দিল্লীর গদীতে বসলে
তখনই পাবে আসল পরিচয় ।

৩)
জামাতের হাত ধরে
হিংসাকে মেনেছো ঠিক
পদ্ম অচ্ছুৎ আজ
হয়েছে সাম্প্রদায়িক ।