কাব্যমালা ১৮

১)

বিদ্যাসাগর রবীন্দ্রনাথ দিয়েছেন চিন্তন
দেওয়ালের শোভা বাড়ায় গুনী বিদ্বজন ।
বঙ্কিমের সঙ্গে আরো অনেকে আসীন
বেদ কোরাণ  বাদ দিয়ে তসলিমা নাসরীণ ।

২)

চারভাগের একভাগ পৃথিবী দখলে
জাগতিক সব সুখ নিজেদের দলে ।
মানুষ বাড়ছে দ্রুত বরাহের মতো
জঙ্গীদের আক্রমণে সবাই সন্ত্রস্ত ।

৩)

পার্লামেন্টে অসভ্য জানোয়ার করছে চীৎকার
শৃঙ্খলা ,সৌজন্য নেই ;
সদস্যদের ঘৃনিত ব্যবহার
সভাপতি ঠুঁটো জগন্নাথ দেখছেন শুধু বসে
মার্শালকে ক্ষমতা দাও ,থাপ্পর মারুক কষে ।