কাব্যমালা ১৬
১)
ধোঁকা দিয়ে আর চলবে না দেশ
সত্তর বছর চলেছে অনেক প্রহসন
একটা পরিবার ঘিরে দেশ সঞ্চালন ;
বাবা দাদী পাপ্পুর দিন হয়ে গেছে শেষ
জনতার দরবারে হয়েছে আদেশ ।
২)
ছড়া ছবি দিয়ে ভুলবে না জনতা
মেলা,দান ,খয়রাতি অনেক বেড়েছে দেনা ।
চুরি চামারী ছল চাঁতুরী করে
তোলাবাজী গুন্ডাবাজী
আর ত চলবে না ।
৩)
সারদা কান্ডে সব টাকা মেরে সুদীপ্তকে বলে পালা
সঙ্গে নাও যা কিছু তোমার সামলাও নিজের ঠ্যালা ।
দেশ ছেড়ে পালিয়ে বাঁচো
দেবযানীর সঙ্গে নাচো
পর্তুগাল বা ডেনমার্কে যাও ভুলতে এসব জ্বালা ।
--------------------