কাব্যমালা ১৫
১)
সরকারী চাকরী শেষে পেনশন ভোগী
সামান্য ব্যথা হলে হয়ে যাও রোগী
ঘড়ি ধরে সব পথ্য
হাতে রাখা সব তথ্য
ঔষধে হবে না কাজ ,করতে হবে যোগই ।
২)
ভাল টাকা পেনসন দুজনেই পাও
বাজারে তবুও গিয়ে খোজঁ শুধু ফাউ ।
গরীব বৃদ্ধার কাছে
সস্তায় সব্জী আছে
তবু তাকে নিংড়ে নিয়ে দামটা কমাও ।
৩)
সরকারী পেনশন আর নিজস্ব বাড়ী
খাও দাও মউজ করো আর চড়ো গাড়ী
খবর রাখোনা কারো
যতটা এড়াতে পারো
গরীব আত্মীয়দের সঙ্গে করো আড়ি ।