কাব্যমালা

নিখিল রঞ্জন বিশ্বাস
১)

সকাল ,দুপুর ,সন্ধ্যে তিনবেলা পূজো চলে
ধূপ ধূনো ফুল বেল পাতা নৈবেদ্য চরণ তলে ।
রান্না ,স্নান ,খাওয়া দাওয়া
দুপুরে একটু শীতল হাওয়া
সন্ন্যাসীদের কষ্টের জীবন আশ্রমের আস্তাবলে ।

২)

সকাল দুপুর সন্ধ্যে তিনবেলা শুধু পূজো,প্রসাদ বিতরণ
রাত চারটায় ঘুম থেকে উঠে সুরু হয় আয়োজন ।
ভগবান রামকৃষ্ণের সঙ্গে প্রাত্যহিক পূজোপাঠ পরিপাটী
মানুষের জন্য দেশের জন্য এই কাজই কি একমাত্র খাঁটি ।

৩)

মানুষের জন্য কী কাজ করে সংঘ,মঠ ও ইসকন
জগৎ সংসারে কোন দায় নেই ,নিশ্চিন্ত জীবন ।
দেব দেবীর পূজা পাঠ আরাধনা চলে সমস্ত বছর
ভক্তদের দানে ও দয়ায় এদের সুখের স্বর্গ অজর অমর ।