কাব্যমালা ১৩

ভারতবর্ষে আইন আছে কী?
কূম্ভকর্ণ পাশ ফিরে শোয় ।
আইনের চাবুক কখনও কাতুকুতু দেয়
আদালতে আইন নিয়ে ছিনিমিনি
চলবে না আর ।
সুনামীর ঝড় দিচ্ছে হাতছানি
পাল্টাতে হবে মৃত  ব্যবস্হার ।



আইনকে শান দাও কর তরবারী
বিচারপতি ঘুমিয়ে থাকলে কর নজরদারী  ।
খোল নলচে সব পাল্টে দাও
শর্ষের মধ্যের ভূত তাড়াও
দায়বদ্ধতায় সবাইকে বাঁধো
ছয়মাসের মধ্যে চাই সব বিচার শেষ
আইনের শাষণ হবে পাল্টে যাবে দেশ ।


সময়ে বিচার শেষ যদি না ই হয়
প্রমোশন মাইনে বন্ধ হওয়াটা চাই ।
যে ভাবেই হোক সময়ে রায় দান ,
চাবুক হাতে বাধ্য করা হোক
অপরাধের অত্যাচার থেকে চাই পরিত্রাণ ।