কাব্যমালা ১১

১)

সারদা নারদা রোজভ্যালী
খেয়ে রোজ জনতার গালী
লজ্জা হয়নি নেতা মন্ত্রীর
সরকারী কোষাগার করছে শুধু খালি ।

২)
বাংলা আজ শিল্প শূন্য
টাটাকে তাড়িয়ে এমন দৈন্য
ক্ষমতার লোভে ধ্বংস সিংগুর
একশ বছর পিছিয়ে বঙ্গ
পিসি শুধু তোমার জন্য ।

৩)
এক তুলিতে পাঁচ মিনিটে আঁকতে পারেন একটি ছবি
এক বিকেলে চায়ের সাথে ছড়াও ছাড়েন তেমন কবি
ছবি বেঁচেন দেড় কোটীতে
ছড়ার বই পয়ষট্টীতে
ভাত খাননি বছর দশেক করতে গিয়ে এসব হবি ।

৪)
সারদা নারদার ঝামেলায় পিসি খুব ক্লান্ত
দেশবাসীর মঙ্গল  মনে প্রাণে  চানতো ।
নর্দমা রাস্তা ভাঙ্গে গড়ে রোজ রোজ
সরকারী মিটিংএ রাজকীয় চলে ভোজ
রবীন্দ্র  সঙ্গীত, ওহে শোনো বসে পান্হ ।
------