জীবনানন্দ দাশ ৷

পঞ্চাশ বছর আগে হেমম্তের এক ম্লান বিকেলে
নাটোরের বিদগ্ধ কবি অকস্মৎ তারাদের ভীরে ৷
বৃদ্ধ পেচাঁ বসে ছিল হিজলের ডালে কিংবা ছাদের কার্নিশে
সোনালী ডানার চিল ক্লান্ত হয়ে অবশেষে কোথায় আকাশে ৷
পাখীর নীরের মতো চোখ তুলে চেয়ে ছিল বনলতা সেন
তবু তুমি চলে গেলে মিটিয়ে জীবনের সব লেন দেন ৷

কাঠাঁলী চাপার ফুলে চড়াই পাখীর ঠোট ছিল নাকি গোজাঁ
বাংলার ক্ষেতে ক্ষেতে ঝরছিল খই আর মৌরির ধান
হেমন্তের মরা রৌদ্রে শালিখেরা ভীড় করে এসেছিল বুঝি
বাসমতী চালে ধোয়া সাদা হাত কিশোরীর রেখেছিল বুকে ৷

মৃত নক্ষত্রের বুকে কুয়াসায় ভেসে ভেসে অবশেষে
এসেছিলে এই খানে কার্তিকের নবান্নের দেশে
শংখচিল শালিক কিংবা ভোরে ডাকা কাক
লক্ষ্মীপেচাঁ ডেকে যায় কদমের ডালে বসে রাত্রী গভীরে
বাংলার নদী ,মাঠ ঘাট সর্বত্র তুমি আছো ৷
তুমি আছো ধানসিড়ি নদীটীর তীরে ৷


বি.দ্র :গঙ্গাজলে গঙ্গা পূজা , ২০০২ সালে রচিত ৷