যাদবপুরের ক্যাম্পাসে ২
কোন অন্যায় সহ্য করে না যাদবপুরের ছাত্র
রাজস্হান বা মধ্যপ্রদেশ খবর পাওয়া মাত্র
প্লাকার্ড নিয়ে তৈরী সবাই
মিছিল মিটিং এক টানা তাই
স্লোগান আর বিপ্লব নিয়ে ভর্তি দেওয়াল গাত্র ।
সিসি ক্যামেরা খুলতেই হলো এমন ভীষণ চাপ
ছাত্র ছাত্রীর অবাধ মিলন সমস্ত রকম পাপ
ব্রা পরে ছাত্ররা ঘোরে
চুমু খায় রাস্তার 'পরে
মদ মাতাল উসৃঙ্খলায় পাবে সোনার কাপ ।